মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও হোটেলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার উপজেলার বড়তাকিয়া বাজার ও আবুতোরাব বাজারে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বাজারজাত করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মোট ৯টি মামলায় ৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, বড়তাকিয়া ও আবুতোরাব বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, একই দিন মীরসরাই সদরের একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের মীরসরাই পৌর এলাকার মীরসরাই ক্যাফে নামক রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় মীরসরাই থানার পুলিশ সদস্যরা এবং মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।












