মীরসরাইয়ে পুত্রকে হত্যাকারী পিতা সিলেট থেকে আটক

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৬ অপরাহ্ণ

মীরসরাই উপজেলার মায়ানীতে পিতার হাতে সন্তান নিহতের প্রধান আসামি পিতা নুরুজ্জামান ও তার নতুন স্ত্রীকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সিলেট থেকে আটকের পর রাতে র‌্যাব টিম তাকে নিয়ে সিলেট থেকে মীরসরাইয়ের উদ্যেশ্যে রওনা হয়েছে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ঘটনার ৪ দিনের মধ্যে উক্ত অপরাধীকে ধরা হলো। ঘটনার পর থেকে প্রশাসন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামিকে ধরতে ব্যাপক তৎপরতা চালায়।

অবশেষে উক্ত শাহেদ হত্যার প্রধান আসামি অভিযুক্ত পিতা নরুজ্জামান ও তার নতুন স্ত্রী আনোয়ারা বেগমকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আশা করা যাচ্ছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাকে মীরসরাই থানায় হস্তান্তর করার পর আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচুনতির হারানো বনাঞ্চল ফেরাতে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা