মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফাতেমা বেগম (৭০)। তিনি মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ার মৃত লাতু মিয়ার স্ত্রী।
জানা যায়, নিহত ফাতেমা বেগম একজন কুঠির শিল্পের কারিগর। তিনি শীতল পাটি তৈরি করে বাজারে বিক্রি করে তা দিয়ে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি এই পেশার সাথে জড়িত। গতকাল ভোরে মিঠাছড়া বাজারে পাটি বিক্রয় করার জন্য যাচ্ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনার শিকার হন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই মোজাম্মেল জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে পথচারী ওই নারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।