মীরসরাই উপজেলার সোনাপাহাড় গ্রামে পানিতে ডুবে ইউপি সদস্যের শিশু ছেলে নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য আরজুর বাড়িতে এ র্ঘটনা ঘটে। নিহত আফরাজ সাইফ (৩) ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজুর একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খেলার চলে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা পুকুরে ডুবে মারা যায়। পরিবারের সদস্যরা একাধিক বার খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে যোহরের আযানের পর লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। নিহতের বাবা আরজু ছেলের লাশ পুকুর থেকে তুলে আনেন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী সোহানুর রহমান জানায় বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এঘটনায় নিহতের পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।