মীরসরাইয়ে পাঁচ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে এমপিকে স্মারকলিপি

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলার প্রতিবাদে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মীরসরাই উপজেলার ঐক্যবদ্ধ সাংবাদিক নেতৃবৃন্দ এই স্মারকলিপি দেন। এ সময় মীরসরাইয়ের পৃথক দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মীরসরাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মী যথাক্রমে মো. নুরুল আলম, মাহবুবুর রহমান পলাশ, এনায়েত হোসেন মিঠু, বিপুল দাশ, এম মাঈন উদ্দিন, নয়ন ধুম, রাজিব মজুমদার, নাছির উদ্দিন, আশরাফ উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, আনোয়ারুল হক নিজামী, ইমাম হোসেন, আজিজ আজহার, সাদমান সময়, বাবলু দে, সাফায়েত মেহেদী, কামরুল ইসলাম, দিদারুল আলম, মো: জাভেদ, জুয়েল নাগ, রবি করিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার হাতে দেশের সকল জনগণ নিরাপদ
পরবর্তী নিবন্ধটেকনাফে ৬ কোটি টাকার মাদক ও কারেন্ট জাল আটক