মীরসরাই উপজেলায় পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম–৩ এর মীরসরাইস্থ ডিজিএম আদনান আহমেদ চৌধুরী জানান, গত শনিবার রাতে উপজেলা সদরের নিকটস্থ আমবাড়িয়া গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এর আগে গত শুক্রবার দুর্গাপুর ইউনিয়নের দুটি পৃথক এলাকা থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের মূল্য প্রায় ৬০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা। এসব ট্রান্সফরমার চুরি হওয়ার পর গ্রাহকদেরই এর টাকা তুলে দিতে হচ্ছে। এমতাবস্থায় প্রতিটি এলাকায় ট্রান্সফরমারগুলো পাহারা দেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন ডিজিএম আদনান।
তিনি জানান, ইতোমধ্যে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও মীরসরাই থানার ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া প্রতিটি এলাকায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।











