মীরসরাই উপজেলায় নিখোঁজের ২ দিন পর তরুণীর মৃতদেহ মিলল নিজ বাড়ির পুকুরে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী জানান, বুধবার দুপুরে উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের আজিম মেম্বার বাড়ির পুকুর থেকে রাবেয়া বেগম (২০) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ। রাবেয়া বেগম ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ২য় মেয়ে। রাবেয়া বেগমের ভাই শাহাদাৎ হোসেন জানান, গত সোমবার ( ৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার বোন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় অন্ধকারের মধ্যে বাড়ির পাশ্ববর্তী পুকুরে হাত পা ধুতে গেলে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে রাবেয়া বেগম সাঁতার জানে না, তাই সেখানেই পা পিছলে পানিতে পড়ে ডুবে গিয়ে আর উঠতে পারেনি। ঘরে না ফেরায় বিভিন্নস্থানে ও আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজে তাকে পাওয়া যায়নি। পরে বুধবার দুপুরে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। এরপর বাড়ির লোকজন থানায় খবর জানালে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান জানান, ঘটনার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল কাশেমের সুরতহাল মতে শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। এছাড়া এলাকার চেয়ারম্যান মেম্বার সহ পরিবারের কারো কোন অভিযোগ নেই। তাই আমরা আর পোস্টমর্টেম করতে প্রেরণ করিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।