মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় জাল টাকার প্রিন্টার, সরঞ্জাম ও প্রস্তুতকারক নগদ জাল টাকাসহ আটক হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী জানান, বুধবার রাত ১২টায় র্যাব ৭ কর্মকর্তারা উক্ত ঘটনায় অভিযুক্তকে আমাদের কাছে হস্তান্তরসহ এজাহার দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, র্যাব-৭ চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা এলাকার মধ্যম সোনাপাহাড়ে অভিযান চালিয়ে ১ লাখ ৫৬ হাজার ৭০০ টাকার জালনোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ ১ জন ও জাল টাকা প্রস্তুতকারীকে আটক করে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিওিতে জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় এক ব্যাক্তি জাল টাকা তৈরীর মেশিনে জাল নোট প্রস্তুত করে টাকা বলে চালানোর চেষ্টা করছে, উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের আভিযানিক দল মধ্যম সোনাপাহাড়ের বেদে পাড়ায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আসামি মীর হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।