মীরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রিসহ নানা অভিযোগে ২টি রেস্টুরেন্টকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলার বারইয়ারহাট পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
তিনি বলেন, বারইয়ারহাট পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে রান্নাবাড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও অপর আরেকটি রেস্টুরেন্ট ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তিনি বলেন, যে সকল হোটেল–রেস্তোরাঁ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করছেন–তাদের যেকোনো সময় আদালতের মুখোমুখি হতে হবে। তাই সকলের সতর্ক থাকা উচিত। অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করতে সতর্ক করা হয়।












