মীরসরাইয়ে দুই রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বিক্রি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রিসহ নানা অভিযোগে ২টি রেস্টুরেন্টকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলার বারইয়ারহাট পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

তিনি বলেন, বারইয়ারহাট পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে রান্নাবাড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও অপর আরেকটি রেস্টুরেন্ট ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তিনি বলেন, যে সকল হোটেলরেস্তোরাঁ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করছেনতাদের যেকোনো সময় আদালতের মুখোমুখি হতে হবে। তাই সকলের সতর্ক থাকা উচিত। অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করতে সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পাহাড়ি ছড়ায় দূষিত বর্জ্য, পরিদর্শনে বাপা প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধখেলার মাঠে অজ্ঞান কিশোর, পরে মৃত্যু