মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে দুই বস্তা চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানার ওসি কবির হোসেন জানান গোপন সংবাদে খবর পেয়ে গত ১৮ ডিসেম্বর গভীর রাতে উপজেলার ৯নং মীরসরাই ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবিদুর রহমানের ঘরের সামনে কাঁচা রাস্তার উপর আসামী ইমাম হোসেন সুজন (২২) নামের এক যুবক বাংলা মদ বিক্রয়কালে ২ বস্তায় ৪০ লিটার বাংলা মদ সহ হাতেনাতে আটক করে।
উদ্ধারকারী কর্মকর্তা আতাউর রহমান জানান আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।