চট্টগ্রামের মীরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার ভোরে মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি পিকআপে দ্রতগামী এনা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপের চালকসহ ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালক মো. খোরশেদ আলম (৩৮) ও মোহাম্মদ হাসানকে (৪২) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় সোহেল (৩৮) নামে আরেকজনের মৃত্যু হয়। আহত আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান মিজান (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন, দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। অন্য তিনজনের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় চমেকে রেফার করা হয়েছে।
নিহত সোহেলের আত্মীয় জহিরুল ইসলাম বলেন, সোহেলসহ কয়েকজন ঢাকা থেকে পিকআপ যোগে চট্টগ্রামে একটি জাহাজের মেরামত কাজ করতে যাচ্ছিলেন। পথে মীরসরাইয়ের চিনকী আস্তানা এলাকায় রাস্তার পাশে পিকআপ দাঁড় করে চালক। এ সময় একটি বাস ধাক্কা দিলে পাঁচজনের মধ্যে তিনজন মারা যান। আহত দুজনের শারীরিক অবস্থাও ভালো নয়। আমি মরদেহ আনতে ঢাকা থেকে রওনা দিয়েছি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, দুর্ঘটনায় দুজনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস এবং পিকআপ থানা পুলিশের হেফাজতে আছে। আরেকজনের মরদেহ এখনো চমেক হাসপাতালে আছে। নিহতেদের স্বজনরা এলে মৃতদেহ হস্তান্তরসহ মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।