মীরসরাইয়ে তরুণীকে গণধর্ষণ মামলায় যুবক আটক

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ঘরে আটকে মদ খাইয়ে পালাক্রমে ধর্ষণ করে পাঁচ যুবক। গত ১৮ জুলাই দিবাগত রাতে ফেনী জেলার পরশুরাম এলাকায় ঘটে যাওয়া লোমহর্ষক এ ঘটনায় জড়িত প্রধান হোতা নূর আলম ওরফে রনিকে র‌্যাব১ উত্তরা ও র‌্যাব৭ চট্টগ্রামের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

১৫ আগস্ট ঢাকা মহানগরের দক্ষিণখান থানার আজমপুর গুণবর মুন্সী স্মরণী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল ১৬ আগস্ট দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানান র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। র‌্যাব জানায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার সাগর নামে এক যুবকের সাথে মীরসরাইয়ের ওই তরুণীর মোবাইল ফোনে কথা হতো। গত ১৮ জুলাই বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে তার বাড়ি থেকে আর চার যুবক মিলে একটি সিএনজি অটোরিকশাযোগে ফেনীর পরশুরাম এলাকার একটি অজ্ঞাত বাড়িতে নিয়ে আটকে রাখে।

পরে তাকে জোরপূর্বক ইয়াবা এবং মদ পান করিয়ে ৫জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার ১২দিন পর গত ৩০ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের শিকার তরুণী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে পরশুরাম থানার অফিসার ইনচার্জ নুরুল আলম রণিকে (২৮) প্রধান আসামি করে সাগর (২৩), রিপন (২৫), আরিফ (২৪) ও সাকিব মুন্সী (২৫) সহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলাটি রুজু করেন। এরপর র‌্যাবের অভিযানে প্রধান আসামি রণি গ্রেপ্তার হয়।

পূর্ববর্তী নিবন্ধনতুন আইনে জমি বিক্রির মুনাফার ওপর ১৫ শতাংশ কর দিতে হবে
পরবর্তী নিবন্ধপাঁচজনের কমিটির তিনজনই অনুপস্থিত