মীরসরাই উপজেলার মিঠাছরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক কারবারীর প্রধান হোতা হিসেবে খ্যাত ইকবাল অবশেষে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ কর্তৃক আটক হয়। গত মঙ্গলবার ভোরে মিঠাছরা এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। থানার ওসি কবির হোসেন জানান অভিযোগ সূত্রে জানা যায়, সন্ত্রাসী ইকবাল মিঠাছড়া বাজার এলাকায় তার অনুসারীদের নিয়ে ধারাবাহিক অপরাধ কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে আসছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি সহ মালামাল লুট, ইয়াবা, ফেনসিডিল ও গাজা ব্যবসা পরিচালনা করে আসছে।
এছাড়া সরকারি খাস জমি দখল, ভূমি দস্যুতা, জবর দখল, অবৈধ স্থাপনা নির্মাণ সহ বেপরোয়া অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে মীরসরাই থানা ও চট্টগ্রাম আদালতে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় বেশ কয়েকবার গ্রেফতার হয়ে ফের জামিনে এসে মামলার বাদীদের মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। জামিনে এসেই ফের অপরাধ কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে থাকে। এসব অপরাধ কর্মকান্ডের মাধ্যমে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা অবৈধ আয় করে অর্ধ কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন আরো জানান, মঙ্গলবার ভোরে তাকে একটি ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।












