মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন জানান, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোপন সূত্রে জানতে পারি, একদল ডাকাত বারইয়াহাট এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে জোরারগঞ্জ থানার পুলিশ দলসহ তাদের আটক করি।
আটকরা হল রিফাত হোসেন (২০), সম্রাট (২২), সাফায়েত হোসেন (২২), মেহেদী হাসান কামরুল (২০) ও আবির হোসেন (২০)। এ সময় তাদের সাথে থাকা ২টি চাপাতি, ২টি ছোরা, ১টি সিগনাল লাইট ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।
এ সময় সাকিল ওরফে গালপোড়া সাকিল (২২), হৃদয় (২৫), রানা (২০) নামে আরো ৩ জন পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।