মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুই জনের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ও রাতে উপজেলার জোরারগঞ্জ এবং বারইয়ারহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৫টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী রেললাইনের ডাউন লেনে খতিজা বেগম (৫৫) নামে এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি সোনাপাহাড় এলাকার একটি দরগা থেকে বাড়ি ফিরছিলেন। পথে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। নিহত খতিজা বেগম উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোহাম্মদ হানিফের স্ত্রী।

অন্যদিকে, একইদিন রাত ৯টায় বারইয়ারহাট কলেজ গেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হন। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এসআই আশরাফ সিদ্দিকী জানান, দুটি পৃথক ঘটনায় এক নারী ও এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খতিজা বেগমের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যুবকের মরদেহ রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধমাদার্শা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধরাঙামাটির বনরূপা বাজারে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা