মীরসরাইয়ে টিলা কেটে মাটি বিক্রি, প্রশাসনের অভিযান

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের করেরহাট এলাকায় অবৈধভাবে টিলা কেটে মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫টি শ্যালো মেশিন ধ্বংস এবং পাইপ অপসারণ করা হয়। গত বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। অভিযানে জোরারগঞ্জ ও মীরসরাই থানা এবং বন বিভাগ সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, মীরসরাইয়ের সর্ব উত্তর জনপদ করেরহাট ইউনিয়নের গেড়ামারা আদর্শ গ্রামের পার্শ্ববর্তী টিলা শ্রেণির জায়গায় মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয় এবং পাইপ অপসারণ করা হয়। অভিযানকালে সেখানে পূর্বে নির্মিত একটি চালা ঘরে মাদক সেবনের আলামতও পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অবৈধভাবে নির্মিত চালা ঘরটি উচ্ছেদ করে আনুষঙ্গিক আলামত ধ্বংস করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৬ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আহসান উল্লাহ আটক
পরবর্তী নিবন্ধঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেটের অনুমোদন পেয়েছেন