মীরসরাইয়ে জমে উঠেছে লালন উৎসব

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

জমে উঠেছে মীরসরাই উপজেলার লালন অনুসারী প্রতিষ্ঠান আরশিনগর ফিউচার পার্কে ১০ দিনব্যাপী লালন উৎসব। গত ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর দশ দিনব্যাপী ঘোষিত এই উৎসবে ইতিমধ্যে প্রতিদিন প্রায় অর্ধ সহস্র দর্শক শ্রোতাদের আগমনে জমে উঠেছে উৎসব প্রাঙ্গণ। তৃতীয় দিন গত শনিবার দর্শকদের বিমোহিত করেন বাউল শিল্পী নাদিম শাহ, শিরিন আকতার, বাউল বাসন্তী বালা, ইতি ইব্রাহিম ও গীতা রানী। তাঁরা একে একে গেয়ে শোনান ‘ধন্য ধন্য ধন্য’, ‘আপন ঘরের’, ‘কানার হাট বাজার’, ‘ঘরখানাতে কে বিরাজ করে’, ‘মিলন হবে কতো দিনে’, ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’- হরেক রকমের গান। গতকাল রবিবার গেয়েছেন মুক্তা সরকার ও সুজন বাউল। প্রথম দিন বিকেল থেকে পার্কের মুক্তমঞ্চে প্রখ্যাত লালন শিল্পী সমীর বাউল ও তার দল বাউল গানে মাতিয়ে তোলে পুরো প্রাঙ্গন। পরদিন আবীর বাউল, সারগাম সালমা, জলি বাউল, নিতু বাউলসহ বাউল দলের গানে বিশেষ লালন মূর্ছনায় আত্মহারা হয়ে উঠে শত শত দর্শক শ্রোতা। আরশীনগরের প্রতিষ্ঠাতা দিদার জানান, ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন কুষ্টিয়াসহ দেশের বিভিন্নস্থান থেকে আরো নতুন নতুন শিল্পীসহ দেশের বিভিন্নস্থান থেকে শিল্পীরা আসবেন এই মুক্ত মঞ্চে। এসময় তিনি লালন ভক্তদের গান শোনার আমন্ত্রণ জানান।

পূর্ববর্তী নিবন্ধফিরলেন শখ
পরবর্তী নিবন্ধজয় দিয়ে শেষ করলো রাইজিং স্টার