আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের হামলা ও পাল্টা হামলায় মীরসরাই কলেজ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মীরসরাই পৌরসভা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মীরসরাই কলেজ ছাত্রলীগের হামলা পাল্টা হামলায় নেতাকর্মীরা আহত হন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর, লাঠিসোটা, ছুরি ও কিরিচ ব্যবহারের কথা জানান প্রত্যক্ষদর্শীরা। এতে মীরসরাই কলেজ ছাত্রলীগের
আহ্বায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ নিশাদ (২৬), রাজু (২৪), সাকিব (২৪) সজিব (২০) ও অহিদসহ ( ২৩) ১০ জন আহত হন। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হামলায় আহত ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ নিশাত অভিযোগ করেন, মীরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের অনুগতরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে মীরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল বলেন, আমি পারিবারিক কাজে নারায়ণগঞ্জে আছি। যে ঘটনা ঘটেছে এটি ইভটিজিংয়ের ঘটনা। ঘটনার সাথে অহেতুক আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। উল্টো মোবাইল ফোনে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ঘটনার পরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। থানায় অভিযোগ দিলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।












