মীরসরাইয়ে চোরা রড লোহার পাইপসহ গ্রেপ্তার ১

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে চোরাইকৃত রড, লোহার পাইপসহ ১ জনকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহৃত ২ টি সিএনজি অটোরিক্সা ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত শুক্রবার গভীর রাতে উপজেলার অর্থনৈতিক অঞ্চলের সড়ক থেকে চোরাই পণ্যসহ চোরকে আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৫ নং ওচমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮)। মীরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, মীরসরাই থানা এলাকায় রাত্রিকালীন মীরসরাই থানা পুলিশের কর্তব্যরত একটি দল অর্থনৈতিক অঞ্চলে ডিউটি পালন করার সময়, রাস্তার উপর ২ টি সিএনজি অটোরিক্সা ও একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় পুলিশ তাদেরকে থামার জন্য সংকেত দেন। পরে সিএনজি অটোরিক্সাতে থাকা ২-৩ জন সিএনজি অটোরিঙাগুলো রেখে পালিয়ে যায়। তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল চালককে ফাইলিং করার লোহার পাইপ, লোহার তারসহ আটক করা হয়। এছাড়াও চোরাই কাজে ব্যবহৃত দুইটি সিএনজি অটোরিক্সা, একটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। উক্ত চুরির বিষয়ে রড ও পাইপের মালিকের পক্ষে মো. ইয়াকুব আলী বাদী হয়ে ধৃত আসামীসহ পলাতক অন্যান্য আসামীদের বিরুদ্ধে মীরসরাই থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, অর্থনৈতিক অঞ্চল থেকে চুরি হওয়া পণ্যের মালিক বাদী হয়ে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধৃত আসামীকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় নগদ অর্থসহ ৭ জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় এক রাতে ৫ গরু চুরি