মীরসরাই উপজেলা চিংড়ি চাষী মালিক সমিতির ঘের লুট ও চাঁদাবাজ রুখতে চাষি সমিতির এক সভা গতকাল রোববার মীরসরাই কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা চিংড়ি সমিতির সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার শিক্ষানুরাগী প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, শেখ ফরিদ গাজী প্রমুখ। বক্তাগণ সীমানা বিরোধ নিস্পত্তিসহ বিভিন্ন সময় চিংড়ি চাষীদের ঘেরলুট ও চাঁদাবাজদের রুখতে আইনগত এবং প্রশাসনিক উদ্যোগ গ্রহনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।