মীরসরাইয়ে চিংড়ি চাষি সমিতির সভা

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৪৫ অপরাহ্ণ

মীরসরাই চিংড়ি চাষি মালিক সমিতি ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে উপজেলার চরাঞ্চলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার মীরসরাই কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চিংড়ি সমিতির সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মফিজ উদ্দিন, সানাউল্লাহ, শামীম উদ্দিন, শফিকুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা মীরসরাই উপজেলার সাথে সোনাগাজী সীমানা বিরোধ ও বেদখল হয়ে যাওয়া চিংড়ি প্রকল্পসমূহ পুনরুদ্ধারসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ