মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় বিজয় মেলা থেকে ফেরার পথে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে আটক করেছে র্যাব ৭ ও র্যাব– ১১। র্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় কুমিল্লা জেলার চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (২২), মাঈন উদ্দিন (২৫), মো. জুয়েল (৩০) ও জামাল উদ্দিনকে (২৫) আটক করা হয়।
তিনি আরো জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হয় জোরারগঞ্জ মাঠে। মেলায় আগত বিভিন্ন দোকান হতে বিভিন্ন সময় ওরা (হামলাকারীরা) চাঁদা দাবি করে আসছিল। বিজয় মেলা পরিষদ দোকানদারদের চাঁদা দিতে নিষেধ করলে আটক মাইন উদ্দিন বিভিন্ন সময় মেলায় এসে আয়োজক কমিঠির সদস্যদেরকে হুমকি প্রদান করে। এক পর্যায়ে শেষ দিন সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মেলার শৃঙ্খলা কমিটির সদস্য ছাত্রলীগ নেতা কাউছার আহম্মদ, ইমতিয়াজ উদ্দিন (২০), মিরাজ আকবর শাকিব (১৯), সাইফুদ্দিন রিফাত (১৮), তারেক হাসান (২৫) ও সরোয়ার হোসেন (১৮) গুলিবিদ্ধ হন। এছাড়া সন্ত্রাসীরা শৃঙ্খলা কমিটির আরও কয়েকজন সদস্যকে রামদা, কিরিচ, হকিষ্টিক ইত্যাদি অস্ত্র দ্বারা আহত করে এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। র্যাব আটকদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে।