মীরসরাইয়ে গোলমরিচ চাষের আধুনিক কৌশল বিষয়ে প্রশিক্ষণ

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে উচ্চমূল্যের মসলা গোলমরিচ উৎপাদনকারীদের বাজার সংযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা ত্রিপুরা বড়পাড়া এলাকায় এ কর্মশালার আয়োজন করা হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অপকা’র উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ৫০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় মূল প্রশিক্ষণ প্রদান করেন ফটিকছড়ি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হেলাল উদ্দিন। তিনি গোলমরিচ চাষের আধুনিক কৌশল, বাজারজাতকরণ এবং নার্সারি ও প্রসেসিং সেন্টারের মাধ্যমে উৎপাদনকারীদের লাভবান হওয়ার উপায় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপকা’র প্রকল্প ব্যবস্থাপক সৈকত ঘোষ, সমাজকর্মী ধ্বনি ত্রিপুরা, সুরেশ ত্রিপুরাসহ স্থানীয় কৃষকরা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে কৃষি উৎপাদন ও বিপণন দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে মুগ্ধ’র নামে ওয়াটার কর্নার স্থাপন করল ছাত্রশিবির
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু