মীরসরাইয়ে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবদল নেতা আটক

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা মো. জাবেদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার জাবেদ হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের পলাশ মেম্বার বাড়ির ফিরোজ আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী উপজেলার কমলদহ বাজার এলাকায় স্বামীসন্তানসহ বসবাস করেন। গ্রেফতার জাবেদ গত ৮ মাস ধরে স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করছে ওই গৃহবধূকে। সর্বশেষ গত কয়েকদিন আগে ওই নারী ঘরে না থাকার সুবাদে তার ১৩ বছর বয়সি মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন জাবেদ। এই বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন বলেন, গ্রেফতার জাবেদ হোসেন যুবদলের কোনো পদে নেই, তবে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী জামায়াতের মজলিসে শূরার বিশেষ অধিবেশন
পরবর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংকে হাসিনার দুই লকারে মিলেছে ৮৩২ ভরি স্বর্ণ