মীরসরাইয়ে গৃহবধূকে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি

স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার নিচিন্তা গ্রামে প্রবাসীর ঘরে গৃহবধূকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৫২ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিচিন্তা গ্রামের আব্দুল মজিদ মিস্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে মীরসরাই থানা পুলিশ।

ডাকাতি হওয়া ঘরের বাসিন্দা নুর উদ্দীন বলেন, শুক্রবার রাত ৩টার সময় ১০/১৫ জনের একটি ডাকাত দল আমার ভাবীর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। ঘরে ঢুকে প্রথমে ভাবীর গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। পরে আমার হাতপা বেঁধে ফেলে। এসময় ঘরে থাকা সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৫২ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এই ঘটনায় আমরা মীরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

স্থানীয় বাসিন্দা নুরুল করিম বাবলু বলেন, ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে বাড়ি হওয়ার কারণে ডাকাত দল ডাকাতি করে চলে গেছে। গ্রামের কেউ শুনে নাই। মসজিদের মুয়াজ্জিন আজান দিতে উঠে কান্নার আওয়াজ শুনে ওই বাড়িতে গিয়ে দেখেন তাদের ঘরে ডাকাতি হয়েছে।

এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আমাদের একাধিক টিম এবং ডিবির টিম বিষয়ে কাজ করছে। শিগগিরই জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসত পারব বলে আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধচলতি মৌসুমে চাষের আওতায় আসছে ১২০০ একর জমি
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি