মীরসরাইয়ে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের করেরহাট থেকে ৩৮ কেজি গাঁজা ও ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবীব আবদুল্লাহর নেতৃত্বে গত বুধবার রাত ৮টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের পূর্বজোয়ার গ্রাম থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ বিষয়ে এএসপি লাবীব আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম নিয়ে পূর্বজোয়ার গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র নাজিম উদ্দিন রানার (২৭) গোয়াল ঘরের খড়ের ভিতর থেকে গাঁজা ও ফেনসিডিলগুলো উদ্ধার করে জব্দ করা হয়। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে আসামি নাজিম উদ্দিন রানা পালিয়ে যায়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউ মার্কেটিং ক্লাবের প্রেজেন্টেশন বিষয়ক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদৃষ্টি স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন