মীরসরাইয়ে এক নারীকে ধর্ষণের ঘটনায় আব্দুল আজিজ (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ইছামতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টায় রবি কোম্পানির সিম বিক্রয়কর্মী এক নারী (২২) মীরসরাই ইকোনমিক জোন সংলগ্ন ভাবীর হোটেলের মোড় হতে সিম বিক্রয় শেষে সিএনজি যোগে বাসায় ফিরছিলেন। ফেরার পথে সিএনজি টেক্সি চালক আব্দুল্লাহ (২৪) ও অপর সিএনজি চালক আব্দুল আজিজ (২৫) পরস্পর যোগসাজসে জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউপি মীরসরাই ইকোনমিক জোনের নতুন বেপজা ৩০০ ফিট রাস্তার দক্ষিণ পাশে ঢালু জায়গায় খালের পাড়ে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অবশেষে অপর আসামি আজিজকে গ্রেপ্তার করা হলো।












