মীরসরাইয়ে এক কৃষকের ২ শতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মীরসরাই পৌরসভার ১নং ওয়ার্ডের তালবাড়িয়া গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের কেটে নিয়ে যাওয়া গাছের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক জয়নাল আবেদিন (৫২)। তিনি এ ঘটনার ন্যায্য বিচার দাবি করেছেন।
কৃষক জয়নাল আবেদিন জানান, প্রায় ১৫ বছর আগে তালবাড়িয়া গ্রামের মুজিবুল হকের নতুন বাড়ির পাশে পরিবারের অবলম্বন হিসেবে নিজের ১৫ শতক জমিতে ২৮০টি মেনজুরি গাছ লাগান তিনি। গাছগুলো পরিচর্যা করে বড় করেও তুলেন। গতকাল সোমবার দুপুরে জানতে পেরে সরেজমিনে গিয়ে দেখেন, তার বাগানে বড় বড় ২ শতাধিক গাছই কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বাগানের পার্শ্ববর্তী বাড়ির প্রত্যক্ষদর্শী নিজাম উদ্দিন জানান, রোববার দিনে ও রাতে পার্শ্ববর্তী এলাকার আলাউদ্দিন, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, মোশাররফ ও সামছুল আলম কিছু শ্রমিক নিয়ে এসে গাছগুলো কেটে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী আরো বলেন, আমরা ভেবেছি হয়তো গাছের মালিক বিক্রি করে দিয়েছে তাই নিয়ে যাচ্ছে। এখন মালিক এসে গাছগুলো দেখে তো কান্নায় ভেঙে পড়েন। মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এই বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।












