ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় শাহীন বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজারের উত্তরপাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর কর্মসূত্রে শাহীন বেগম মীরসরাইয়ের বড় দারোগারহাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক কাজে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সড়ক থেকে ছিটকে পাশের কৃষিজমিতে পড়ে যায়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।