মীরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া হিফ্জ, এতিমখানার সমাপনী ছাত্রদের ছবিনা ও পাগড়ি বিতরণ এবং ছবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বড়তাকিয়া যাহেদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, দাখিল মাদরাসা ও এতিমখানার সভাপতি মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী মীর ওয়ারিশপুর মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আলী। মাদরাসা শিক্ষক জহির উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বড়তাকিয়া যাহেদিয়া নূরানী বিভাগের প্রধান মাওলানা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন, ফাস্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড বড়তাকিয়া শাখার ম্যানেজার মফিজুর রহমান, হেফ্জ ও এতিম খানার বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা আতহার, অভিভাবক সদস্য ফরিদ উদ্দিন, হাবিব উল্লা ভূঁইয়া প্রমুখ। এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী ও এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।