মীরসরাই এডুকেশান সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধাবৃত্তি, এতিম কোরআনে হাফেজ, স্কুল কলেজ মাদরাসার মেধাবি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠান শনিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মির্জা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. ঈসমাইল খান, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শাহ আলম নিপু, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, সাবেক কাস্টমস কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, কামরুল হাসান, অধ্যক্ষ নুরুল আবছার, নুর উন নবী, প্রফেসর জসিম উদ্দিন, প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সাংবাদিক মাহবুব পলাশ, প্রফেসর শিমুল কান্তি ভৌমিক, প্রফেসর সাইফুল হক সিরাজী, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, বাবলু দে, আব্দুল মান্নান রানা, আজিজ আজহার, ইব্রাহিম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরান তিলাওয়াত প্রতিযোগিতা, আলোচনা ও সবশেষে মেধাবী শিক্ষাবৃত্তি ও দরিদ্র শিক্ষা অনুদান বিতরণ করা হয়।











