মীরসরাইয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গত ২৮ জুলাই বিকেলে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনালে পূর্ব সাহেরখালী প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তর কাটাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনালে ফয়জ উল্লাহ মাস্টার প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম মায়ানী হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান সামছুল আলম দিদার, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নুরুল মোন্তফা, আবু ছুফিয়ান বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅনাকাঙ্ক্ষিত ‘ফিফটি’ রুবেলের পাশে মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধজাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উজ্জীবন ক্লাব চ্যাম্পিয়ন