মীরসরাইয়ে উন্নত জাতের মুরগি বিতরণ

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:২৬ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে ১৪ খামারির মাঝে উন্নত জাতের মুরগী, মুরগীর খাদ্য ও গবাদিপশুর কৃমি বিতরণ করা হয়। ২০২০-২১ অর্থ বছরে এলডিডিপি প্রকল্পের আওতায় গতকাল সোমবার সকাল ১০টায় দক্ষিণ তালবাড়ীয়া গ্রামে এ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এসময় এনএটিপি ফেজ-২ এর আওতায় ১৪ জন সিআইজি সদস্যের প্রত্যেককে ৬টি ব্রিডার মুরগী, মুরগীর ঘর, ১০ কেজি মুরগীর খাদ্য, ১টি সাইনবোর্ড এবং ৩শ টাকা করে ব্রিফিং ভাতা প্রদান করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ডা. মো. আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর এস.এম আলমগীর
পরবর্তী নিবন্ধআ. লীগ নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে থাকতে হবে