মীরসরাই নিজামপুর বাজার এলাকায় ১৯০ পিচ ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। থানার ওসি মুজিবুর রহমান জানান রবিবার ১৪ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজিব চন্দ্র পোদ্দার ও এসআই বোরহান নিজামপুর এলাকা থেকে মো. রাজু (২৫), পিতা- মৃত জামাল হোসেন, হালিশহর, চট্টগ্রাম এবং আ. আলী (৩৫). পিতা- ইয়াছিন মিয়া থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, এই ২ যুবককে গ্রেফতার করেন। মাদক মামলা এন্ট্রি সহ গতকাল সোমবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।