মীরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের ভিত্তিপ্রস্তর

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

 

মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমরআলীতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। কমরআলী বাজার সংলগ্ন কলেজের জন্য ক্রয়কৃত জমির নির্ধারিত মাঠে গতকাল শনিবার বিকেল ৪টায় মাহবুব রহমান রুহেলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আমার নামে এভাবে প্রতিষ্ঠান হোক আমি চাইনি। কিন্তু এই অঞ্চলের মানুষের বিশেষত মীরসরাই ও সীতাকুণ্ডের বেশ কয়েকটি ইউনিয়নের অনেক শিক্ষার্থী নানা প্রতিকূলতায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। তাদের জন্য এই কলেজ আলোর বহিৃশিখা হয়ে কাজ করবে। এই কলেজ এতদঅঞ্চলের মানুষকে আলোকিত হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমিও আর অমত করিনি। তিনি বলেন, মীরসরাই উপজেলা এখন আর গ্রামীণ জনপদ নেই। অর্থনৈতিক জোনের কারণে সারা বিশ্বের আলোচিত নাম। তাই এই অঞ্চলের মানুষকে ও সুশিক্ষিত হয়ে আগামীর পৃথিবীর জন্য প্রস্তুত হতে হবে। আমি আশা করছি এই কলেজটি একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের মুখ উজ্জ্বল করবে।

সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান বাকের ভূঞা, ফটিকছড়ির সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড়পুত্র সাবেদুর রহমান সমু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, করেরহাটের ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, শেখ সেলিম, মেজবাহ উল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবারইপাড়া খালের কাজ আগামী বছরই শেষ হবে
পরবর্তী নিবন্ধকাটিরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ৭৪ ব্যাচের সভা