২৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় নোয়াখালীগামী নীলাচল পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম রশিদ আহমদ (১৯)। সে উখিয়া থানার কুতুপালং এলাকার মৃত তোফায়েল আহম্মেদের ছেলে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর কলেজ এলাকার বাইপাসে চট্টগ্রাম থেকে নেয়াখালীগামী নীলাচল পরিবহনের একটি বাসে তল্লাশি করে উক্ত যুবককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।