মীরসরাইয়ে আজান সংঘের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার সুফিয়া আজান পাঠাগারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন। তিনি বলেন,আধুনিক যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাবীদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। এ লক্ষ্যে আগামী প্রজন্মের জন্য মেধা চর্চার বিকল্প নেই। বিশেষ অতিথি ছিলেন চবি অধ্যাপক নেছারুল করিম। কেফায়েত উল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নেছারুল হক, অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ। শেষে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার বিতরন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগ্রিন চট্টগ্রাম এ্যালায়েন্সের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের নবাগত স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি