মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১ পরিবারের অন্তত ১০টি বসতঘর। এতে আহত হয়েছেন বয়োবৃদ্ধ নুরুল কবির। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরের দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তেমন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্তরা অভাবগ্রস্ত ও খেটে খাওয়া মানুষ।
আগুনের সূত্রপাত কীভাবে : স্থানীয়দের মধ্যে কেউ বলছেন, বাড়িতে ছোট বাচ্চারা খেলাচ্ছলে গ্যাস লাইটের আগুন থেকে দুর্ঘটনাবশত ঘরের বেড়ায় আগুন লেগে থাকতে পারে। আবার অনেকে বলছেন, ক্ষতিগ্রস্ত একজনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আহম্মেদ হোসেনের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।