মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের রাওয়ালী পোল হামিদ ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে শাখাওয়াত হোসেন, ইমাম হোসেন ও মনির হোসেনের তিনটি বসতঘর ভস্মিভূত হয়ে যায়। এতে করে ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে তাৎক্ষণিকভাবে খাবার ও কম্বল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বাবুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী, ইউপি সদস্য তরজু বড়ুয়া, শামসু দোহা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।











