মীরসরাইয়ে আগুনে পুড়ল ৪ বসতঘর

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার প্রফেসর হাসানের বাড়ির মফিজুর রহমানের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন চৌধুরী যাদু মিয়া বলেন, শুক্রবার সকালে রান্না ঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে মহুর্তে মফিজুর রহমান, মোকছেদ আহমদ, তছলিম উদ্দিন ও প্রতিবন্ধী ছালামত উল্লাহর বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর পূর্বে সব শেষ হয়ে যায়। স্বর্ণালঙ্কার, ধান, চাল, আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বাস করছে।

মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. লিটল আলী জানান, খবর পেয়ে আমরা ওই এলাকায় পৌঁছে দেখি ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অন্যান্য ঘরগুলো রক্ষা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-১০ আসনে পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেব