মীরসরাইয়ে অস্ত্রের মুখে পোল্ট্রি ফার্মে ডাকাতির অভিযোগ

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৭ অপরাহ্ণ

মীরসরাইয়ে মধ্যরাতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে একটি পোল্ট্রি ফার্মে ডাকাতির অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ উকিলটোলা গ্রামের ‘ফয়সাল খান পোল্ট্রি ফার্মে’ এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, গভীর রাতে একদল ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে খামারের দরজা খুলতে বলে। ভেতরে প্রবেশের পর তারা অস্ত্রের মুখে খামারের উদ্যোক্তা আরাফাতুজ্জামান রাজু ও ফয়সাল খানকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দল মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও এটিএম কার্ডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ভুক্তভোগীদের মোবাইলের পিন, পাসওয়ার্ড এবং এটিএম কার্ডসহ বিকাশ, নগদ ও রকেট অ্যাপের পাসওয়ার্ড লিখে নেয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও সেমিনার
পরবর্তী নিবন্ধমুসাব্বির হত্যাকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ