মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

আজাদী অনলাইন | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১২:১৮ অপরাহ্ণ

মীরসরাইয়ের জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ২১ বছর বয়সী ওই যুবকের নাম রাকিব হোসেন বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন জোরারগঞ্জ থানার উত্তর সোনারপাহাড় এলাকার মো. আবু হানিফের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এটিএসআই মো. মোশাররফ হোসেন বলেন, “একটি অজ্ঞাত গাড়ি পথচারী রাকিবকে চাপা দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে পরিচয় শনাক্ত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। গাড়িটি জব্দ করা যায়নি।”

পূর্ববর্তী নিবন্ধজাপানের অর্ডার অফ দি রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণ করলেন মতিউর রহমান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের সম্মেলন