মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার দুটি পৃথক স্থানে অগ্নিকান্ডে পুড়ে ছাই গেছে ১০ পরিবারের সর্বস্ব। গত ৬ ডিসেম্বর রবিবার রাত ১১টায় মীরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহার ব্রীজের পূর্ব পার্শ্বে শাহ আলমের বাড়ির কাঞ্চনা আক্তার ( ৪৫) নামে এক দরিদ্র নারীর কাঁচা ঘরটি কয়েলের আগুনে পুড়ে যায়। স্থানীয় পৌর কাউন্সিলর নুরুন নবী জানান দরিদ্র এই নারী মানুষের ঘরে কাজ করে রাতে এতে ঘুমাতো এই ঘরটিতে। স্বামী সন্তান কেউ নেই এই মহিলার। এখন সম্বল হিসেবে ছোট্ট ঘরটি ও পুড়ে যাওয়ায় ঠিকানাবিহীন হয়ে গেল এই নারী। আবার একই দিন দুপুরে উপজেলার পশ্চিম মায়ানী এলাকার ছদু হাজীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মো. নুর উদ্দিন, একরামুল হক মিয়া, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, শাহাদাৎ হোসেন, মাসুক উদ্দিন, সাইফুল ইসলাম, কালা মিয়া ও আনোয়ারা বেগমের ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মায়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহমদ নিজামী বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে শুনেছি। আগুনে ৯ বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারীরা মানবতা ও সভ্যতার শত্রু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া বিজ্ঞান মেলায় পুরস্কার বিতরণ