মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬ বসতঘর

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ পরিবারের বসতঘর পুড়ে গেছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ।
মীরসরাইয়ের পুর্ব মায়ানী গ্রামের মনু ভুঁইয়াপাড়ার অর্জুন শীলের বাড়িতে এ ঘটনা ঘটে। সরেজমিন জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় পরিকল্পিতভাবে দুবৃত্তরা ঘরের পেছনে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই বাড়ির মৃত অর্জুন শীল, জয়দেব শীল, সহদেব শীল, বাসুদেব শীল, শেফালী শীল ও নীলিমা শীলের বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, এএসপি (সার্কেল) লাবিব আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মায়ানী ইউপি চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অর্জুন শীলের স্ত্রী স্বপ্না শীল দাবি করেন- তাদের বাড়িতে বিদ্যুতের কোন সংযোগ নেই, কেউ গ্যাস সিলিন্ডারও ব্যবহার করে না।
মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের কেউ এখনও থানায় অভিযোগ করেনি। তবে পুলিশ নিজের উদ্যোগে ঘটনার তদন্ত করছে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি আরো জানান- উক্ত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের পেছনে মাইক্রোর ধাক্কা লোহাগাড়ায় নিহত ৩
পরবর্তী নিবন্ধশবে বরাতের রাতে আতশবাজি নিষিদ্ধ