মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ১১টি পরিবারের মাঝে নগদ ২ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে উপজেলা বিএনপির সদস্য চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জিয়াদ আমিন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ১১ টি পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, জাহিদুল আফছার ভূইয়া জুয়েল, সরোয়ার হোসেন রুবেল, নুর ছাফা, মুহাম্মদ ফরহাদ হোসাইন, হুসেইন মুহাম্মদ মাসুম, আলম কমান্ডার, হারুনর রশিদ প্রমুখ।