বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মীরসরাই উপজেলা ও পৌরসভা, বারৈয়ারহাট পৌরসভার আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা গতকাল ২৬ ডিসেম্বর বিকেল ৩ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরিফের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মীরাসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাহিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তর জেলার আহ্বায়ক মো. সরওয়ার উদ্দিন সেলিম। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী
স্বেচ্ছাসেবক দল উত্তর জেলার সদস্য সচিব মো. আকবর আলী। বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম বাবুল, মো. জাহাঙ্গীর আলম, আবু জুবায়ের চৌধুরী শিবলী, মো. আশরাফ উদ্দিন, মো. জিয়াউদ্দিন ফরহাদ, মো. মাহফুজুল হক চৌধুরী, বারৈয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, সদস্য সচিব মো. নুর উন নবী, মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব মো. শহিদ সহ মীরসরাই উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব, মীরাসরাই পৌরসভার সকল ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব, বারৈয়ারহাট পৌরসভার আওতাধীন সকল ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিববৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।