মীরসরাইয়ের সৈদালী গ্রামে ২৩ শহীদের কবর স্থানান্তর

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বড়তাকিয়ার সৈদালী গ্রামে ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকিস্তানি হানাদারদের হত্যাযজ্ঞে প্রাণ হারান ওই গ্রামের ২৩ জন নিরীহ মানুষ। বিক্ষিপ্তভাবে সমাহিত সেই ২৩ শহীদের কবরগুলো থেকে নমুনা সংগ্রহ করে এনে সৈদালী গ্রামের সিন্ধুরা ভিটা কবরস্থানে দাফন করা হয়েছে এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে।

গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে শহীদদের গণকবর স্থানান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন।

উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন, উপজেলা কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মীরসরাই থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, কবির নিজামী, মাহফুজুল হক জুনু, মামুনুর রশীদ, অধ্যাপক জসিম উদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, আমিনুজ্জামান মাজু, ইয়াছিন উল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহিলা কলেজ চট্টগ্রামে সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১