মীরসরাইয়ের বৃক্ষরোপণ কর্মসূচি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী প্রকল্প সেইফ মীরসরাইয়ের উদ্যোগে গত বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় প্রায় ১ লাখ ওষুধি ও ফলদ চারা রোপণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা শাহীদুল ইসলাম চৌধুরী সাহেরখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০০ চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম মেছবাহুল হক, সহকারী প্রধান শিক্ষক মো. রেদোয়ান, সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, মাঈন উদ্দিন চৌধুরী, মাস্টার ওসমাস গণি, মেজবাউল আলম পারভেজ, মোহাম্মদ আলী, আরিফুল হক, সালাউদ্দিন আরিফ, মনজুর আলম রহমান, জাহেদ চৌধুরী, ফারুক চৌধুরী, এস এম হারুন, নুর উদ্দিন, শাহাজাহান ভূঁইয়া খোকন, শাহাদাৎ খান, মো. সোহেল, শেখ জাহিদ, মহিন, সাইফুল, বাদশা, সাজিদ, আনোয়ার হোসেন, জাহিদ হাসান, মোশাররফ, তারেক, তুহিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চোলাই মদসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধরাউজানে হযরত এয়াছিন শাহ্‌ স্কুলে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা