মীরসরাইয়ের তিন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী

উচ্চ আদালতের আদেশে একজনের মনোনয়ন গ্রহণ

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হতে যাচ্ছেন। বাকি তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। ওই তিন ইউনিয়নে নির্বাচন হচ্ছে। ইউনিয়ন তিনটি হচ্ছে ৬ নং ইছাখালী, ৯ নং মীরসরাই ও ১২ নং খৈয়াছরা। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কয়েকটি ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করলেও উচ্চ আদালত থেকে আদেশ আনেন ইছাখালীর বিদ্রোহী প্রার্থী মোস্তফা ভূঞা।
প্রত্যাহারের শেষ দিন গতকাল ৭ চেয়ারম্যান প্রার্থীসহ ১০৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গত ১৭ অক্টোবর মনোনয়ন জমাদানে বাধা দেওয়ায় উচ্চ আদালতে রিট করেন উপজেলার ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোস্তফা ভূঁইয়া। গতকাল উচ্চ আদালতের নির্দেশে তার মনোনয়ন গ্রহণ করে নির্বাচন কমিশন।
এদিকে ইছাখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন নৌকার নুরুল মোস্তফা, বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোস্তফা ভূঞা; মীরসরাইয়ে নৌকার প্রার্থী সামছুল আলম দিদার, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার; খৈয়াছরায় নৌকার প্রার্থী মাহফুজুল হক জুনু ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহেদ ইকবাল চৌধুরী। আজ বুধবার সকল প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর অফিস ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর
পরবর্তী নিবন্ধঅসচেতনতায় আবার বাড়তে পারে সংক্রমণ