মীরসরাইয়ের অসুস্থ আওয়ামী লীগ নেতার শয্যাপাশে যুবলীগ নেতা এলিট

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদের চিকিৎসার দায়িত্ব নিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। গত শনিবার দেশে ফিরে এসে সরাসরি নিজ গ্রামের বাড়ি মীরসরাইয়ে যান এলিট। সেখানে আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন। একইসঙ্গে তাঁর চিকিৎসার সকল দায়িত্ব নেন। এ সময় প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দীন মোহাম্মদের হাতে তুলে দেন যুবলীগের কেন্দ্রীয় এ নেতা।

নিয়াজ মোর্শদ এলিট বলেন, আমি দেশের বাইরে থাকা অবস্থায় জানতে পারি, আমার জন্মস্থান মীরসরাই উপজেলার আওয়ামী রাজনীতির দূর সময়ের নেতা আমাদের অন্যতম অগ্রজ দীন মোহাম্মদ ভাই অসুস্থ। তাই আমি আমার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসি এবং উনাকে দেখতে যাই। দীন মোহাম্মদ ভাইদের মতো ত্যাগী নেতাদের ত্যাগের বিনিময় আজকের আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে এবং উনারাই দলের মূল শক্তি ও ভিত্তি। অথচ আমরা উনাদের যথাযথ মূল্যায়ন করতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি উনার চিকিৎসার খরচের দায়িত্ব আমি নিব। এছাড়া উনার এবং পরিবারের যেকোনো সহযোগিতায় আমি এগিয়ে আসবো। এসময় নিয়াজ মোর্শেদ এলিটের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীসহ মীরসরাই উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদানশীল ব্যক্তিদের মহৎ কাজে এগিয়ে আসার আহবান
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী ও অসহায়দের সেবায় এগিয়ে আসুন